বাগাতিপাড়ায় বাল্যবিয়ের অভিযোগে কনের বাবার জরিমানা

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ১০:৩৭ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় বাল্যবিয়ের অভিযোগে কনের বাবার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় জনসমাগম করে বাল্যবিয়ে দেয়ার চেষ্টার দায়ে কনের বাবা মতিউর রহমানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবীর আদালত এ দন্ডাদেশ দেন।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেছে আদালত। দন্ডিত মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীম খাতুনের বিয়ে ঠিক করেন বাবা মতিউর রহমান। সোমবার বারইপাড়া এলাকায় তার আত্মীয় গোলাম রসূলের বাড়িতে এ বিয়ের আয়োজন চলছিল।

করোনা পরিস্থিতিতে কোন স্বাস্থ্য বিধি না মেনে সামাজিক অনুষ্ঠান এবং বাল্যবিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পাল মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে নিয়ে সেখানে অভিযান চালান। ওই বিয়ে বাড়িতে জনসমাগম করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টায় কনের বাবা মতিউরকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে নগদ অর্থ পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয় এবং বাল্য বিয়ে বন্ধ করা হয়।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, একদিকে বাল্য বিয়ে অপর দিকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক অনুষ্ঠান করায় দন্ডাদেশ দেয়া হয়েছে।

  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে