আমনুরায় কর্মহীন পেশাজীবিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
আমনুরায় কর্মহীন পেশাজীবিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি : দোকান কর্মী, সেলাই প্রশিক্ষার্থী, লেদার প্রশিক্ষার্থী, পশুপালনকারী খামারী ও আমনুরা রোটারী কমিউনিটি কোর এর সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাঁপাই জেলা সদরের আমনুরা মিশন প্রাঙ্গনে, রোটারী ক্লাব অফ ঢাকা কাওরান বাজার, রোটারী ক্লাব অফ পদ্মা রাজশাহী ও রোটারী কমিউনিটি কোর আমনুরা’র উদ্যোগে ও তাবিথা ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কর্মহীন সুবিধাবঞ্চিত পেশাজীবিদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রি বিতরণ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রোটারী ক্লাব অফ পদ্মা প্রেসিন্ডেট, রোটারিয়ান সোহেল সারওয়ার জাহান। তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন, তাবিথা ফান্ডেশনের সভাপতি কর্ণেলিউস মুরমু, আমনুরা মিশন-ট্রাষ্ট বোর্ড সেক্রেটারী হিংগু মুরমু, রেভা. সুবান কিস্কু প্রমুখ।

করোনাকালীন সময় আমনুরা মিশন এলাকায় প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত বিভিন্ন পেশায় থাকা ব্যাক্তিদের তাদের আয়-রোজগার বন্ধ ছিল। তাদের মধ্যে বিতরণ করা ত্রাণের মধ্যে ছিলো ২০ কেজি চাউল, ৩ কেজি মসুর ডাল, তেল ২ লিটার, আলু ৫ কেজি, পিয়াঁজ কেজি, লবণ ২ কেজি, আটা ২ কেজি, ছোলা ১ কেজি, সাবান ২টি, লন্ড্রি সাবান ২টি, চিড়া ২ কেজি, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি ও ২৫০ গ্রাম
প্যাকেট দুধ, ১টি মাস্ক।

এছাড়াও আমনুরা লুথারেন মিশন হাসপাতালের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন বলেন, পেখম সেলাই সেন্টারের কর্মী ও প্রশিক্ষার্থীরা দেশের করোনা কালে লকডাউনে দোকান বন্ধ থাকায় তাদের আয়ও থমকে আছে এবং পারিবারিব ভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে। দুটি মাস তারা নিদারুণ কষ্টে দিন কাটিয়েছে এখনও ঠিকমত কাজ হচ্ছেনা। তাই তাদেরকে কিছু ত্রাণ সামগ্রি প্রদান করা হলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে