সাঁথিয়ায় সীড মিলের দুর্গন্ধে পরিবেশ কলুষিত, হুমকির মুখে জনস্বাস্থ্য

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৫:১৮ অপরাহ্ণ |
সাঁথিয়ায় সীড মিলের দুর্গন্ধে পরিবেশ কলুষিত, হুমকির মুখে জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া : পাবনার আতাইকুলা মাছ ও বয়লার মুরগীর খাদ্য উৎপাদনকারী একটি সীড মিলের উচ্ছৃষ্ট দুর্গন্ধে আবাসিক এলাকার পরিবেশ কলুষিত। জনস্বাস্থ্য হুমকির মুখে। শিশুসহ বয়োবৃদ্ধ হচ্ছে অসুস্থ্য। বিষাক্ত জীবানু থেকে নিস্কৃতির দাবী এলাকাবাসির।

জানা যায়, পাবনা নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন সাঁথিয়া উপজেলার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ১ বছর পূর্বে শাহাদৎ নামে এক ব্যক্তি মাছ ও বয়লার মুরগীর খাদ্য উৎপাদনের জন্য সীড মিল স্থাপন করেন। প্রতিদিন সাঁথিয়া সহ পাবনা জেলার বিভিন্ন হাট বাজারে বাজারজাত করা হচ্ছে। সীড মিলের চারপাশ ঘিরে রয়েছে আবাসিক এলাকা।

এছাড়া রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এন.জিও অফিস। মিল সংলগ্ন এলাকাবাসী প্রধান শিক্ষক আলহাজ¦ আঃ সোবহান, আলহাজ¦ আঃ হামিদ, আঃ মজিদ, মফিজ উদ্দিন, দেওয়ান ইসমাইল সহ আরো অনেকে বলেন সীড মিলের দূর্গন্ধে যেন নিঃশ^াস বন্ধ হয়ে ওঠে। শিশু সহ বয়োবৃদ্ধ অসুস্থ্য হয়ে পড়েছে। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পথচারীদের চলাচলের সময় মুক্ত বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে।

অভিযোগকারীরা আরো বলেন, কভিড-১৯ করোনা ভাইরাসের ছোবলে বাংলাদেশ সহ সারা বিশ^ প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। করোনা থেকে রক্ষার জন্য সরকার সহ বেসরকারী অনেক প্রতিষ্ঠান প্রচার প্রচারনা করছে। এতে স্বাস্থ্য সম্মত পরিবেশ রক্ষার কথাও বলা হচ্ছে। আতাইকুলা সীড মিলের চারপাশের যেন কলুষিত পরিবেশ। জেলা প্রশাসক সহ স্বাস্থ্য বিভাগের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকার শতশত ভূক্তভোগীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে