মান্দায় পাট চাষিদের মাঝে সার বিতরণ

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ২:০৪ অপরাহ্ণ |
মান্দায় পাট চাষিদের মাঝে সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় নির্বাচিত পাট চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক জানান, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে এক হাজার ৫শ জন নির্বাচিত কৃষকের মাঝে প্রণোদনার সার বিতরণ করা হয়েছে। এক বিঘা জমির জন্য প্রত্যেক কৃষককে দেয়া হয়েছে ৩ কেজি করে টিএসপি, ৩ কেজি এমওপি ও ৬ কেজি ইউরিয়া সার।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে