নওগাঁয় আরও ৫৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ১১:৪৫ অপরাহ্ণ |
নওগাঁয় আরও ৫৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় একদিনে দুইবারের ২৩২ টি নমুনা ফলাফলের রিপোর্টে আরও ৫৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়ালও ৪৫১ জনে। নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ২৮জুন রোববার দুপুরে এবং রাতে ঢাকার আইইডিসিইআর থেকে দুই দফায় ২৩২টি নমুনা ফলাফলে নতুন করে ৫৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জনের, মহাদেবপুর উপজেলায় ৯ জনের, বদলগাছি উপজেলায় ৮জনের, আত্রাই উপজেলায় ৩জনের, পত্নীতলায় ২জনের, পোরশায় ১৬জনের, ধামুরহাট উপজেলায় ২জনের এবং রানীনগর উপজেলায় ১জনের নতুন করে করোনা পজেটিভ আসে। নতুন করোনা ভাইরাস পজেটিভ রোগীদের শারীরিক অবস্থা দেখে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

নওগাঁ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তকারী রোগীর সংখ্যা ৪৫১জন, করোনা মুক্ত হয়েছেন ২১৩জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন বলে জানান জেলার সিভিল সার্জন কর্মকর্তা।

  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে