সরকারের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে গ্রাম পুলিশ : আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
সরকারের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে গ্রাম পুলিশ : আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। সরকারের এই সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সহায়ক ভুমিকা পালন করছে গ্রাম পুলিশ।

তিনি বলেন, গ্রামের দুর্ণীতি রক্ষা ও জনগনকে সচেতন করার জন্য প্রশাসন ও স্থানীয় সরকারের সবচেয়ে বেশি ভুমিকা রাখছেন গ্রাম পুলিশরা। গ্রামের আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভুমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। তাদের অনন্য ভুমিকার কারনে গ্রামীণ জনপদ হয়ে উঠছে শান্তিরর জনপদ।

প্রতিমন্ত্রী গ্রাম পুলিশদের স্মরন করে দিয়ে বলেন, তিনি যখন প্রথমবারের মত এমপি হয়ে সংসদে গিয়েছিলেন, সেই সংসদে আপনাদের দীর্ঘদিনের দাবী নিয়ে নেটিশ করে মাননীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তখন আমি ছিলাম ওই সংসদের কনিষ্ঠ সদস্য। আজ কাজের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার আপনাদের বেতন-ভাতার পরিধি বৃদ্ধি করেছে। মাত্র ষোলশ’ টাকার মাসিক বেতন বর্তমান সরকার দু’দফায় বাড়িয়ে আট হাজারেরও অধিক করেছেন। ভবিষ্যতে সুযোগ সুবিধার পরিধি আরো বাড়বে।

প্রতিমন্ত্রী পলক রোববার জেলার সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরে প্রতিমন্ত্রী পলক উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৩৫ জন প্রশিক্ষিত কর্মহীন মহিলাকে সেলাই মেশিন এবং জেলা পরিষদের অর্থায়নে ২০ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী , উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে