করোনা আক্রান্তে বগুড়ার সাবেক এমপির মৃত্যু

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৩:৩০ অপরাহ্ণ |
করোনা আক্রান্তে বগুড়ার সাবেক এমপির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ধুনট : বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক এমপি শাহজাহান তালুকদার (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার দুপুর ১২ দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বেশ কয়েক দিন আগে তার শরীরে করোনা পজিটিভ আসে। করোনার আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহজাহান তালুকদার ১৯৮৬ সালে বগুড়া-৫ (ধুনট শেরপুর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এরপর তিনি আইনজীবী পেশায় যোগদান করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারালো।

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদারের মৃত্যুতে একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

  • 594
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে