শিবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: জুন ২৩, ২০২০; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে সীমিত পরিসরে কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগ।

সূর্যোদয়ের ক্ষণে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে)।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম, ধর্ম মন্ত্রী শেখ আবদুল্লাহ্, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা। সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের হারুন অর রশিদ পাভেল, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন তুষার, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া উপজেলা যুবলীগের তোসিকুল ইসলাম টিসু, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন। এর আগে জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-রবকত হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে শিবগঞ্জ পৌর যুবলীগ বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মোনাজাত করেন।

এতে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহান মন্ডল, যুবলীগ নেতা সুইট, সুমন, তোহিদ, রাজাসহ অন্যরা। এর আগে সকালে সংসদ সদস্য ডা. সামিল আহমেদ শিমুলের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে