নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের জরিমানা

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরে মাস্ক ব্যবহার না করায় অর্ধশত ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। শনিবার সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে ৫১ জনের বিরুদ্ধে ৪০টি মামলা রুজু করে ৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে শাস্তি স্বরুপ কিছু সময় প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর ইউএনও জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারী নির্দেশনা থাকলেও তা মানছিলেন না অনেকেই। এ কারণে শনিবার সকাল থেকে শহরের স্বাধীনতা চত্বর সহ বেশ কিছু এলাকায় পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

যে সব যাত্রি ও পথচারী মাস্ক ব্যবহার করেননি তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে নামমাত্র অর্থ জরিমানা করা হয়। একই সাথে তাদের মাস্ক কিনে ব্যবহার করতে বাধ্য করা হয়। এসময় বেশ কয়েকজনের কাছে জরিমানার টাকা না থাকায় তাদের শাস্তি স্বরুপ কিছুক্ষণ রোদে দাঁড় করে রাখা হয়। অভিযানের মুল উদ্দেশ্য ছিল মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে