চাঁপাইনবাবগঞ্জে আমপাড়া উৎসবের উদ্বোধন

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৫:৪৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আমপাড়া উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ‘বিশেষজ্ঞদের পরামর্শে ও তত্বাবধানে নিরাপদ এবং সুমিষ্ট আম’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আমপাড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গোপাল ভোগ আম পেড়ে মৌসুমজুড়ে আম পাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম সরবরাহ করতে জেলা প্রশাসন সবসময় তদারকি করবে। এই জেলার আমের যে সুনাম রয়েছে তা ধরে রাখতে হবে। আম হচ্ছে এই জেলার প্রধান অর্থকরি ফসল। পরে ঠুসি দিয়ে আম গাছ থেকে আম পেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে