কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ১১:১২ অপরাহ্ণ |
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় টেনিস বল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে সাফিন (১৫) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। ৫ জুন শুক্রবার বিকালে উপজেলা প্রসন্নকাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র সাফিন ওই গ্রামের প্রধানীয়া বাড়ির খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে কয়েক জন যুবক টেনিস বল খেলতে যায়। খেলার এক পর্যায়ে টেনিস বলটি ওই বিদ্যালয়ের পশ্চিম পাশের টিনের সেটে আটকে পড়ে। পরে সাফিন টেনিস বলটি নামাতে গিয়ে বৈদ্যুতিক সর্টে জড়িয়ে পরে। সাফিনের সহপাঠিরা তাকে আসতে দেরি দেখে পরক্ষনে তার খোঁজে গিয়ে দেখে সাফিন টিনের সেটে আটকিয়ে আছে। পরে তার সহপাঠিরা তাকে নামালে ঘটনাস্থলে সে মারা যায়।

এলাকাবাসী ও তার সহযোগীরা জানান, শুক্রবার আমরা সবাই মিলে বিদ্যালয় মাঠে খেলতে যাই। টেনিস বলটি টিনের সেটে আটকা পড়ে। পরে সাফিন বলটি আনতে গেলে দেরি হওয়ার কারণে আমরা ছুটে যাই। দেখি সাফিন টিনের সেটে আটকা পড়ে আছে। তাকে আমরা উদ্ধার করি। সে ঘটনাস্থলে মারা যান। বিদ্যালয়ের শিক্ষকের গাফলতির কারণে আজ আমরা বন্ধু সাফিন বিদ্যুৎস্পষ্টে মারা গেল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে