পাবনায় একদিনে ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
পাবনায় একদিনে ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা : একদিনে পাবনায় আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন। মারা যাওয়ার পর তাদের নমুনায় করোনা পজেটিভ এসেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তাদের করোনা পরীক্ষা করা হয় বলে জানান পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।

তিনি বলেন, নতুন যে ১৯ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে তার মধ্যে পাবনা সদরের ৯ জন, সুজানগরে ৫ জন, আটঘরিয়ায় ২ জন ও ঈশ্বরদীতে ৩ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৭২ জন। এর মধ্যে সুজানগর পলি ও আটঘরিয়ায় মারুফ নামে দুইজন মারা গেছেন। মারা যাওয়ার পর তাদের নমুনায় সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের নমুনা করোনা পজেটিভ এসেছে। এছাড়াও সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন ৮ জন।

নতুন আক্রান্তরা হলেন, পাবনা সদরের শাহানা (৫০), রবীন্দ্রনাথ (৫৫), রাকেশ কুমার (৩২), মুস্তারী আক্তার (২৮), অজয় রায় (৫৮), নাজিম উদ্দীন (৫০), কামরুজ্জামান (৪৩), আশিক (২৭), মন্টু (২৯)।

অপরদিকে, সুজানগরের নতুন আক্রান্তরা হলেন, দুলাল শিকদার (৩৫), আলমগীর হোসেন (৪৮), সাইদুল আলম (৫০), রফিকুল ইসলাম (৪৫), পলি (২২)। এদের মধ্যে পলি মারা গেছেন।

এছাড়াও আটঘরিয়ার রেজাউল (৪৫) ও মারুফ (৩৮) এবং ঈশ্বরদীর বদিউল আলম (৬১), রাকিব হোসেন (১৯) ও মাজহারুলের (২৮) শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে আটঘরিয়ার মারুফ মারা গেছেন।

এদিকে, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে নমুনা পরীক্ষার পর ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ১৯ জন পাবনার ও তিন নাটোরের। সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার। দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল আসে ১৬৩ জনের নমুনায় বলে সাংবাদিকদের জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে