সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা শতাধীক

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ৪:২৭ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা শতাধীক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় নতুন ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় ১০০ জনে পৌঁছলো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার হুমায়ন কবীর মুঠোফোনে জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এই ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্টের মধ্যে ৮৮ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৬ জনের রিপোর্ট পজেটিভ। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার কালিবাড়ী বাসিন্দা ৩ জন, রামগাঁতি বাসিন্দা ১ জন ও জেলা পরিষদের স্টাফ ১ জন এবং রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুরের বাসিন্দা ১ জন। নতুন ৬ জনের রিপোর্ট পজেটিভ হওয়ায় সিরাজগঞ্জ জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ১০০ জন। মোট ১০০জন করোনা রোগীর মধ্যে এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৪ জন। করোনায় মৃত ২ জনের বাড়ীর বেলকুচি উপজেলায়। এখন চিকিৎসাধীন রয়েছে ৮৬ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ২০জন। আইসোলেশনে ভর্তির করা হয়েছে ১৭ জনকে। মোট আইসোলেশনে করোনা আক্রান্তো রোগী ভর্তি করা হয় ৫১ জনকে এবং এদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন, এখনও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে