নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় এনজিও কর্মী নিহত

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ৪:০৭ অপরাহ্ণ |
নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় মোস্তাফা কালাম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী হয়েছে। এসময় তার স্ত্রী দীপ্তি আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাটুল-খাজুরা সড়কের খোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল পাবনা জেলার সুজানগর এলাকার আব্দুল মজিদের ছেলে ও নওগাঁ জেলায় কর্মরত এনজিও সংস্থা ব্র্যাকের কর্মী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ব্র্যাক কর্মী মোস্তফা কামাল তার স্ত্রী দীপ্তিকে নিয়ে তার কর্মস্থল নওগাঁ থেকে আত্রাইয়ের সড়ক ধরে মোটরসাইকেল যোগে পাবনা সুজানগরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা উপজেলার পাটুল-খাজুরা সড়কের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি মাটিকাটা ট্রলির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে স্বামী স্ত্রী দুই জনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ব্র্যাক কর্মী মোস্তফা কামাল মারা যান। আহত স্ত্রী দীপ্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর চালক ট্রলি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে