চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: জুন ৪, ২০২০; সময়: ১১:১২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে গাড়ি চালকদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিলন আলী, ক্রীড়া সম্পাদক রোসদুল আলী, কোষাধ্যক্ষ মসিউর রহমান, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি তুষার আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ ছাত্রলীগের শিবগঞ্জ উপজেলার সাবেক সভাপতি বেনজির আলী, শিবগঞ্জ ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজসহ স্থানীয় নেতা ও কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে দেশের খেটে খাওয়া মানুষ বিশেষ করে শ্রমিকরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে । এরই মধ্যে গত কয়েকদিন থেকে স্বাস্থ্যবীধি মেনে সীমিত আকারে দেশের সড়কগুলোতে যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। যেন খেটে খাওয়া শ্রমিকরা অন্তত না খেয়ে মরে না যায়। তারা যেন নিজেরা পরিশ্রম করে অন্তত খেয়ে বাঁচতে পারে ।

কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক চাঁদাবাজ ব্যক্তিরা চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটক করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমনকি চাঁদা দিতে অস্বীকার করলে গাড়িচালকদের উপর আক্রমণও করেছে অবৈধভাবে চাঁদা আদায়কারীরা।

বক্তারা আরো বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে স্থানীয় প্রশাসনের নিকট এমন ঘটনার বিচারও দাবী করেন তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে