তিন জেলায় আম সংরক্ষাণাগার তৈরি করা হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ৪, ২০২০; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
তিন জেলায় আম সংরক্ষাণাগার তৈরি করা হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এ তিনটি জেলায় আম সংরক্ষাণাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ইতিমধ্যে কৃষি তথ্য বিভাগ আম সংরক্ষণাগার তথ্য গ্রহণে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার দুপুরের জেলার পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে আমের হাঁট ও আম বাজারজাত করনের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা যেন আমের সুব্যবস্থা এবং আম সঠিকভাবে বাজারজাতকরণ করতে পারি এবং আম চাষীরা সঠিক দাম পায় তাহলে আম চাষিরা উপকৃত হবেন। সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও করোনাভাইরাসের কারণে সকলে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও আম বাজারজাত করার পরামর্শ দেন।

পোরশা উপজেলা আমের হাট ও আম বাজার কমিটির সভাপতি ওবাইদুল হকের সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা থানার ওসি শাহিনুর রহমানসহ উপজেলা আম ব্যাবসায়ী, বাগান মালিক এবং আম বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে