জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

প্রকাশিত: জুন ৪, ২০২০; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এনিয়ে বুধবার পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে। জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আক্রান্তের এ সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৮৭ জন। বুধবার রাতে বগুড়া থেকে ২২ টি ও ঢাকার ১৮৫ নমুনার ফল এসেছে। এর মধ্য বগুড়ার ৫ টি ও ঢাকার ১১ টি মোট ১৬ জনের পজিটিভ ফল এসেছে। এনিয়ে জয়পুরহাট জেলায় মোট ২০৫ জন আক্রান্ত হয়েছে। নতুন ১৬ জনের মধ্যে পাঁচবিবি উপজেলায় ১০ জন, আক্কেলপুর উপজেলায় ৩ জন, ক্ষেতলাল উপজেলায় ২ জন ও জয়পুরহাট সদর উপজেলায় ১ জন।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, বুধবার নতুন করে ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জয়পুরহাট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

  • 106
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে