নওগাঁয় করোনা পরীক্ষার যন্ত্র স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: জুন ৩, ২০২০; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
নওগাঁয় করোনা পরীক্ষার যন্ত্র স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বিশ্বে মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। পাল্লা দিয়ে বাংলাদেশেও এর সংখ্যা বাড়ছে। সেইসাথে নওগাঁতেও এর সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে চলেছে।

দেশের অনেক স্থানে করোনা পরীক্ষার যন্ত্র থাকলেও নওগাঁতে নেই। করোনা প্রার্দুভাবের কারনে জেলায় রিয়েল টাইম পলিমার চেইন রিয়্যাকশন (আরটিপিসিআর) মেশিন স্থাপনের দাবি জরালো হয়ে উঠেছে। সেই দাবির আলোকে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ” একুশে পরিষদ নওগাঁ “র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবারে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের নিকটে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডি এম আব্দুল বারী জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ ও সিভিল সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান এর নিকট এই স্মারকলিপি প্রদান করেন।

এর আগে নওগাঁ সদও হাসপাতালের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই দাবির সর্মথনে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ কিছুক্ষন অবস্থান গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কায়েশ উদ্দিন,সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল,দপ্তর সম্পাদক হাসেম আলী রঞ্জু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে