রাণীহাটিতে ছয় মামলার আসামীসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জুন ৩, ২০২০; সময়: ১১:২০ পূর্বাহ্ণ |
রাণীহাটিতে ছয় মামলার আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ৬ মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী রনি (২৮) ও ২ মামলার আসামী আব্দুর রশিদ (২৫) কে ১০ বোতল ফেনসিডিল ও একটি এ্যাপাচি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাংগা এলাকার হুমায়ুন কবিরের ছেলে রনি (২৮) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুর রশিদ (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন জানান, ১ জুন সোমবার সন্ধ্যায় পরিদর্শক রায়হান আহমেদ খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাণীহাটি ডিগ্রী কলেজ এর গেটের সামনের রাস্তার উপর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়। আসামীদের ২ জুন মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জেলায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

  • 201
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে