নাটোরে আরও ২ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ১১:০৯ অপরাহ্ণ |
নাটোরে আরও ২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে নতুন করে আরও ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুইজনের একজন লালপুর উপজেলার আব্দুলপুর এবং অপরজন বাগাতিপাড়ার গালিমপুরের বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৫৮ জন। ইতিমধ্যে ১১ জন সুস্থ্য হয়েছেন। অপর একজন নমুনা দেয়ার পর রেজাল্ট আসার আগেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। এই দুই জন করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে জেলায় আক্রান্ত ৪৬ জন।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব থেকে নাটোরের এই দুই জনের আক্রান্ত হওয়ার বিষয়টি জেলা সিভিল সার্জন অফিসকে অবগত করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার সন্ধ্যায় এই তথ্য জানিয়ে বলেন, ল্যাবে দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ১৬৩ নমুনার। যার মধ্যে ১৬টি পজেটিভ। করোনায় নতুন আক্রান্তদের মধ্যে দুইজন নাটোরের, ১৩ জন পাবনার ও একজন রাজশাহীর চারঘাটের।

নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের একজন লালপুর এবং অপরজনের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়। উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে