নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন সমাজসেবক আবু জাফর

প্রকাশিত: মে ৩১, ২০২০; সময়: ৮:৪১ অপরাহ্ণ |
নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন সমাজসেবক আবু জাফর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফরিদগঞ্জ পৌরসভা আয়ত্তাধীন ৯ নং ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আবু জাফর।

রবিবার সকাল ১০টার দিকে ফরিদগঞ্জ পৌরসভা ৯নং ইউনিয়নের চরকুমিরা গ্রামের ২০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, লবণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,সোহাগ মিজি,শাহ আলম,আতিক,আলাল, আবু সুফিয়ান, মোস্তফা, রাছেল, সাহেদ প্রমুখ।

খাদ্য সামগ্রী নিতে আসা কর্মহীন মানুষেরা জানান, আমরা ঘর অসহায় জীবন কাটাচ্ছি। কামাই রোজগার সব বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে সরকারি নির্দেশ মেনে অর্ধাহারে-অনাহারে বাসায় অবস্থান করছি। আজ আবু জাপর ভাই আমাদের পাশে দাড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন-আশা করি ৫-৭দিন খেয়ে-পড়ে বাঁচতে পারবো।

আবু জাপর বলেন,আমার ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, আমি ২০০ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।দেশের এ ক্রান্তিকালে সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের এসকল হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে