নওগাঁয় করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ১০:০৬ অপরাহ্ণ |
নওগাঁয় করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নতুন করে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩২ জনে। নতুন শনাক্তের মধ্যে মারা যাওয়া একজনের করোনা শনাক্ত হয়েছে।

জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় বসবাসরত শাজাহান আলী (৫৮) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় মারা যাবার পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি বলেন, মৃতব্যক্তির নমুনা সংগ্রহ আগেই করা হয়েছিলো। তার ব্লাডক্যান্সার সহ ডায়াবেটিস, এজমা ইত্যাদি রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি দেখে পরিবারের সবাই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। আর একই দিন সন্ধায় তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

তিনি জানান, জেলায় নতুন করে ১৩ জন পজেটিভ রোগীর ৯ জন নওগাঁ সদর উপজেলার, আত্রাই উপজেলার ২ জন, রানীনগর উপজেলায় ১ জন এবং সাপাহার উপজেলায় ১ জন রোগী শনাক্ত হয়েছে।

তিনি জানান, সদর উপজেলার ৯জন শনাক্ত রোগীরা শহরের কালিতলা, হাঁট- নওগাঁ, চকদেব ডাক্তারপাড়া এবং পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা। নতুনদের মধ্যে ৭জন পুরুষ এবং ৬জন মহিলা যাদের বয়স ৩০-৬০ বছর বয়সের মধ্যে।

তিনি বলেন, জেলায় বর্তমানে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১৩২ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৩ জন আর মৃত্যু হয়েছে ১ জনের।

এদিকে, শনাক্ত হওয়া মারা যাওয়া ব্যক্তি ছাড়া বাকি সবাই সুস্থ্য আছেন এবং তাদের সকলের হোম-আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। এর আগে নওগাঁয় আক্রান্ত এক পুলিশ সদস্য রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নওগাঁয় আক্রান্ত মারা যাওয়ার সংখা দুইজন বলে জানিয়েছেন সিভিল সার্জন কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে