শিবগঞ্জে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৯:২৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদত বার্ষিকী সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।

শনিবার শিবগঞ্জ বিএনপির কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণসহ দলের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম এর বাসভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোখছেদুর রহমান দুলু মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি নেতা নজমুল হক মিঠু, ছাত্রদল নেতা খালিদ হাসান আরমান, মীর মুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, বারিক মোল্লা, যুবদল নেতা আবু শাহীন, মৎস্যজীবি দল নেতা রফিক প্রমুখ।

অপরদিকে, উপজেলার চকপাড়ায় মোকামতলা ইউনিয়ন বিএনপি নেতা রোকন-উদ-দৌলা রুবেল মৃধার তত্ত্ববধানে দিনব্যাপী পবিত্র কোরআন খানি ও শহীদ জিয়ার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ও স্বাস্থ্য বিধি মেনে উক্ত কর্মসূচি সমূহ পালন হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে