যমুনার স্রোতে সিরাজগঞ্জের শিমলা স্পার বাধে ধস

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
যমুনার স্রোতে সিরাজগঞ্জের শিমলা স্পার বাধে ধস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। পানির প্রবল স্রোতে শনিবার সকালে সদর উপজেলার শিমলা স্পার বাধের মাটির তৈরী স্যাংকে ধ্বস গেছে।

এতে বাধের ২৫ মিটার নদীতে বিলীন হয়ে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধস ঠেকাতে সকাল থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।

তবে স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম অভিযোগ করেন, ঈদের আগে বাধে ফাটলের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবগত করা হলেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে বাধটি দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে দেখা গেছে। ইতি মধ্যে সদর উপজেলার ছোনগাছা, খোকসাবাড়ী, কাওয়াখোলা ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেও উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, ২০০০-০১ অর্থ বছরে ভাঙ্গন ঠিকাতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষে শিমলা এলাকায় এ স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার তা সংস্কারও করা হয়েছে। হঠাৎ ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের চেষ্টা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে