কামারখন্দে শত্রুতায় প্রাণ গেল ৪ হাজার মুরগীর

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
কামারখন্দে শত্রুতায় প্রাণ গেল ৪ হাজার মুরগীর

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে শত্রুতায় প্রাণ গেছে ৫ হাজার মুরগীর। শুক্রবার রাতে উপজেলার রায়দৌলতপুর গ্রামের খামারী আয়নাল হক মন্ডলের খামারে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত খামারী আয়নাল হক মন্ডল জানান, শুক্রবার রাতে আমার দুটি খামারের ৮ হাজার মুরগীকে খাবার দিয়ে আমি বাড়ীতে চলে যাই। শনিবার সকালে খামারে এসে দেখি একটি খামারের ৪ হাজার মুরগী মরে পড়ে রয়েছে। কেউ শত্রুতা করে মুরগী গুলোকে বিষ দিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

তিনি আরো জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম। খামারের সোনালী মুরগী গুলোর বয়স হয়েছিল ৪৫ দিন। আর প্রত্যেকটা মুরগীর ওজন হয়েছিল ৫শ’ গ্রাম করে। আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হওয়ায় এখন নিঃস্ব হয়ে গেলাম। এখন কিভাবে আমি ঋণ পরিশোধ করবো।

এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৪ হাজার মুরগী হত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। ঘটনাটি জানতে উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মুরগীর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে