করোনায় ক্ষতি পোষাতে আমচাষিদের প্রণোদনা দেয়ার প্রস্তাব

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৯:০২ অপরাহ্ণ |
করোনায় ক্ষতি পোষাতে আমচাষিদের প্রণোদনা দেয়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব, সুপার সাইক্লোন আম্ফান ও সাধারণ ঝড়ে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ দেশের আমচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে আমচাষি ও ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা প্রদান করার প্রস্তাব করেছেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ীদের সাবেক নেতা আব্দুল ওয়াহেদ।

শনিবার এক বিবৃতিতে তিনি এই প্রস্তাবের কথা জানান। সেই সঙ্গে তিনি জেলা প্রশাসন ও জেলা কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে আমচাষিদের কাছ থেকে নায্য মূল্যে আম ক্রয় করে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যেমে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রীতে আম ফল অন্তর্ভূক্ত করে ত্রাণ হিসাবে সারাদেশে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করার কথা বলেন।

তিনি বলেন, এটা করলে আমচাষি ও ব্যবসায়ীগণ যেমন কিছুটা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তেমনি গরিব ও দুস্থ মানুষ আম এর স্বাদ ভোগ করতে পারবে। এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে পত্র দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক এই সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে