নওগাঁয় পুলিশ-চিকিৎসকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৫:০৪ অপরাহ্ণ |
নওগাঁয় পুলিশ-চিকিৎসকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নতুন করে তিনজন পুলিশ সদস্য ও একজন চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত তিনজন পুলিশ সদস্য ও সদর হাসপাতালের একজন চিকিৎকসহ নয়জন রয়েছেন। বাকিদের মধ্যে পোরশা উপজেলায় একজন, মান্দা উপজেলায় একজন, ধামইরহাট উপজেলায় একজন ও মহাদেবপুর উপজেলায় একজন রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনায় আক্রান্তরা শতকরা ৮২ভাগ হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে যায়। যদিও সামান্য একটু জ্বর, সর্দি থাকে।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ছয়জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে