চাঁপাইনবাবগঞ্জে আরও চারজনের করোনা জয়

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ১:২১ পূর্বাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আরও চারজনের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ৫৪ জনের মধ্যে শুক্রবার আরও ৪ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। এনিয়ে জেলায় করোনা জয় করলেন ৮ জন। নতুন ৪ জন গোমস্তাপুর উপজেলার।

এর আগে ভোলাহাট উপজেলায় একজন, নাচোলে উপজেলায় একজন ও সদর উপজেলায় দুইজনকে সূস্থতার ছাড়পত্র দেয়া হয়। ফলে জেলায় এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন।

শুক্রবার জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, জেলায় হোম কোয়ারান্টাইনে ২হাজার ৯৮৪ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ১২ জন ও আইসোলেশনে রয়েছেন ১১ জন।

এদিকে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, এ পর্যন্ত পাওয়া ফলাফলে জেলার সদর উপজেলায় ২৪ (এর মধ্যে দুইজন সুস্থ), নাচোলে ১০ (সুস্থ্য ১), গোমস্তাপুরে ৮ (সুস্থ ৪), ভোলাহাটে ৩ (সুস্থ ১) ও শিবগঞ্জ উপজেলায় ৯ জন শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, গত বৃহস্পতিবার জেলায় সর্বশেষ নাচোলের দুইজন শনাক্ত হন। এরা দিনমজুর ও ঢাকা ফেরৎ । এদের বয়স ২৭ ও ২৮ বছর। এরা আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ছিলেন। জেলা থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৩৬ টি নমূনা পাঠানো হয়েছে।

এর মধ্যে ফল পাওয়া গেছে ১ হাজার ৬৮৩ টি। এখনও ফল পাওযা য়ায়নি ১৫৩টি। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে পজিটিভ হয়েছেন মোট ৫৪ জন। নেগেটিভ ফল এসেছে বাকী ১ হাজার ৬২৯টি। সিভিল সার্জন বলেন, নতুন নমূনা সংগ্রহ করা হয়েছে সেগুলি শনিবার পরীক্ষায় পাঠানো হবে।

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত সকলেই উপসর্গহীন। এদের বেশিরভাগই নিজ আবাসস্থলে কোয়ারান্টাইনে রয়েছেন ও ভাল আছেন। জেলায় এখন পর্যন্ত শনাক্ত কোন আশংকাজনক রোগি নেই বলেও জানান তিনি। সিভিল সার্জন বলেন,শনাক্তদের বেশিরভাগই দেশের অন্যত্র থেকে আসা বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এ ছাড়া রয়েছেন স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে