শিবগঞ্জে করোনা রোগীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ১০:৩৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে করোনা রোগীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীকে খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসো মানুষের পাশে। শুক্রবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার মনাকষা ইউনিয়নের করোনায় আক্রান্ত শ্যামপুর গ্রামের একজন, সাহাপাড়ার ছয়ঘরিয়া গ্রামের একজন ও সাহাপাড়া মুনসীপাড়া গ্রামের একজন মিলে মোট তিনজন রোগীকে খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট (মাল্টা, লেবু, কলা, বিস্কুট, আপেল, সাবান ও ডিম) উপহার দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন এসো মানুষের পাশের সমন্বয়ক জিয়াউল হক জিয়া, সদস্য হাসান আলি, শহিদুল ইসলাম, মামুন অর রশিদ, তোহিদুল আলম টিয়া, সাংবাদিক সফিকুল ইসলাম ও শাহ্ আলম।

খাদ্যসামগ্রীর উপহার দেয়ার সময় সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নিয়ে সচেতনতামূলক পরামর্শ দেন। সরজমিনে দেখা গেছে, ছয়ঘরিয়া ও শ্যামপুরের দু’জন রোগী ও রোগীর পাড়া প্রতিবেশীদের মাঝে কোন সচেতনতা লক্ষ্য করা যায়নি। এলাকার কেউ মাস্ক ব্যবহার করছে না। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলছে না কেউ। একেবারে স্বাভাবিক চলাফেরা করছে। তবে সাহাপাড়া মুনসীপাড়ার রোগীর ক্ষেত্রে তাকে আলাদা ঘরে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেছে।

রোগীর আত্মীয়রা জানান, তারা সামাজিকভাবে খুব উৎকণ্ঠার মধ্যে আছে। উল্লেখ্য, তিনজন রোগীর মধ্যে একজনের দ্বিতীয় বার নমুনা নেয়া হয়েছে। আর বাকি দু’জনের নমুনা আগামী কয়েকদিনের মধ্যে নেয়া হবে বলে জানান রোগীর আত্মীয়রা।

  • 220
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে