কচুয়ায় প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
কচুয়ায় প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার বাইছারা গ্রামে শুক্রবার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হাজী মুজিবুর রহমানের ছেলে হাফেজ এনামুল হক (২২) নামের এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মাওলনা নোমান শিকারী জানান, শুক্রবার সকালে তারা বাইছারা বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে ব্রীজের কাছে পৌঁছলে পূর্বে ওৎ পেতে থাকা একই এলাকার হোসেন শিকারী, আলম মিয়া, শরীফ, রাসেল, দুলালসহ ১৫/২০ জন ব্যক্তি হাফেজ এনামুল হকের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে মাথা ও শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সে মারা যায়।

নিহতের চাচী ঝর্ণা বেগম জানান, হামলাকারীদের সাথে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। ৬ মাস পূর্বে হাফেজ এনামুল হক বিয়ের পিড়িতে বসেন। তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্তা রয়েছেন বলে জানান তিনি। নিহতের স্ত্রী তার স্বামীর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর হামলারকারীরা এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে।

কচুয়া থানার ওসি ওয়ালী উল্যাহ অলি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা নিহতের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে