র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোঃ ইসহাক (৩২) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ইসহাক টেকনাফ উপজেলার সাবরাংয়ে বসবাসরত রোহিঙ্গা নাগরিক ও রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাককে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সহকারী পরিচালক আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত রোহিঙ্গা ডাকাতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে