ফুলবাড়ীতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ৪:৫৩ অপরাহ্ণ |
ফুলবাড়ীতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম : প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত ছুটে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনী। সচেতনতামূলক প্রচার প্রচারণা, বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছেন তারা।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুক্রবার দুপুরে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেডের ৩০ তম ইনফট্রি ব্যাটালিয়নের তত্বাবধায়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার চন্দ্রখানা এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৯৫ টি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫০০গ্রাম চিনি ও ২টি করে সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, সার্জেন্ট আলী হোসেন প্রমুখ। ত্রাণ পেয়ে গরীব ও অসহায় মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে