এসপিকে ফেসবুকে ম্যাসেজ, তাৎক্ষণিক নির্দেশে প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
এসপিকে ফেসবুকে ম্যাসেজ, তাৎক্ষণিক নির্দেশে প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা অরুনবাড়ি এলাকা থেকে মোবাইলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম। গ্রেপ্তারকৃত আসামী গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি এলাকার মাসুদের ছেলে ইব্রাহিম (২৭)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো বাবুল উদ্দিন সরদার জানান, চার বছর পূর্বে গ্রামের একটি স্কুল পুড়ুয়া মেয়ে প্রয়োজনে স্টুডিওতে যেয়ে নিজে ছবি তোলে। স্টুডিও মালিক সেই ছবির এক কপি তার এক বন্ধুকে দেয়। প্রতারক আসামী করিম (ছদ্মনাম) সেই ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে মেয়েটির সাথে প্রতারনা শুরু করে। চলে প্রেম ও অনৈতিক সম্পর্ক।

আসামী অনৈতিক সম্পর্কের অনেক ছবি ও ভিডিও ধারণ করে রাখে নিজের মোবাইলে। চলে চার বছর যাবৎ অনৈতিক সম্পর্ক। এর মধ্যে ভিকটিম জানতে পারে আসামী বিবাহিত ও এক সন্তানের জনক। সে দূরে আসার চেষ্টা করলেই ছবি ও ভিডিও এর কারনে আসতে পারে না। মেয়েটির একমাস আগে এক ছেলেকে সব জানিয়ে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সংসার সুখেই চলছিল।

তিনি আরো জানান, হঠাৎ ঈদের দুদিন আগে আসামী ভিকটিমের নামে পুনরায় ফেসবুক আইডি খুলে তার নববিবাহিত স্বামীর আইডিতে অনৈতিক ছবি ও ভিডিও গুলি পাঠাতে থাকে। ভিকটিম কোন উপায় না পেয়ে মাননীয় এসপি স্যারের অফিসিয়াল আইডিতে ম্যাসেজ করে জানায় এবং বলে স্যার আমাকে বাচান। আত্মহনন ছাড়া কোন উপায় নাই।

পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। ভিকটিম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে এজাহার দায়ের করে। এসপির নির্দশনায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম সহ ডিবির সঙ্গীয় ফোর্স আসামী করিমকে (ছদ্মনাম) বুধবার ভোর ৪ টার সময় তার ব্যবহৃত দুইটি মোবাইল জব্দ করে ও আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে