সিংড়ায় ট্রাক চাপায় ৭০০ হাঁসের প্রাণহানি!

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৫:০২ অপরাহ্ণ |
সিংড়ায় ট্রাক চাপায় ৭০০ হাঁসের প্রাণহানি!

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় ট্রাক চাপা পড়ে এক খামারির প্রায় ৭শ হাঁসের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রানীরহাট-দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সিংড়া উপজেলার শহরবাড়ীর গ্রামের উজ্জল নামে এক খামারি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট বাজার থেকে ১৭০০ পিচ হাঁস কিনে দুর্ঘটনাকবলিত ওই ট্রাকে বোঝাই করে সিংড়া উপজেলার দুর্গাপুর এলাকায় ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রন হারালে ট্রাকটি উল্টে পথের ধারে খাদে পড়ে যায়।

এতে ট্রাকে বোঝাই করা হঁস ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ৭০০ হাঁস মারা যায়। এসব হাসের প্রতিটির দাম প্রায় ৪শ টাকা করে। সে হিসেবে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েন খামারি উজ্জল।

খামারী উজ্জল বলেন, গত দুই সপ্তাহ আগে তাড়াশ বাজার থেকে তিনি ১৬০০ হাঁস গড় প্রতিপিচ ৪০০ টাকা করে কিনেন। ইতিমধ্যে হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিলো। ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। এই ঘটনায় তিনি এখন নিঃস্ব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে