নিয়ামতপুরের বাহাদুরপুর ইউপির বাজেট অনুমোদন সভা

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৪:০১ অপরাহ্ণ |
নিয়ামতপুরের বাহাদুরপুর ইউপির বাজেট অনুমোদন সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেটে সাধারন জনগনের অংশগ্রহণ নিশ্চিত এবং আসন্ন বাজেটে তাদের মতামতের প্রতিফলন ঘটানোর লক্ষে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১০টায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। সভায় সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ রেহেনা বেগম, মোসাঃ জোসনারা, মোসাঃ হাসনারা বিবি, ইউপি সদস্য মোঃ ওয়াজেদ আলী, মোঃ হানিফ, মোঃ রেজুয়ানুল আহসান, মোঃ মামুনুর রশীদ, মোঃ আবুল হোসেন বয়তুল্লাহ, মোঃ আহির উদ্দিন মোল্লা, মোঃ আইনুল হক, মোঃ জাকির হোসেন, মোঃ লুৎফর রহমান।

অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম খাঁন হল রুমে বাহাদুরপুর ইউনিয়ন অর্থ ও সংস্থাপন এবং হিসাব রক্ষণ ও নিরীক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বাহাদুরপুর ইউনিয়নের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন।

২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়নের অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাজেট প্রস্তাবনা করার পূর্বে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রাক-বাজেট সভার আয়োজন এবং গত ৩০ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে