সিরাজগঞ্জে যমুনায় নৌকা ডুবিতে ৩ জনের লাশ, নিখোঁজ ১৬

প্রকাশিত: মে ২৬, ২০২০; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে যমুনায় নৌকা ডুবিতে ৩ জনের লাশ, নিখোঁজ ১৬

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচর এলাকায় যমুনায় নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ ও ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলো বেলকুচি উপজেলার গয়নাকান্দি জহির ফকিরের ছেলে পাষান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইম (৪) এবং শাহজাদপুরের নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার শেখ কামাল মোল্লা (৪৫)। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১৬ জন। তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌছলে প্রচন্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। তখন স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করে। এর মধ্যে ২ জনের লাশ স্থল চর ও আরেক জনের লাশ কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করে। বাকিদেরও উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার জন্য এই নৌকা ডুবির জন্যও আনেকটা দায়ী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে