চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ২৬, ২০২০; সময়: ২:২৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনাভাইরাস সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে সেনাবাহিনীর ৯ বীর রাজশাহীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায়, কর্মহীন ও দরিদ্র শ্রেণীর মানুষদের খুঁজে খুঁজে বহু মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, ময়দা, সেমাই, চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৯ বীর, লেফটেন্যান্ট ইরফান, ক্যাপ্টেন মুনতাসির ফায়েজসহ সেনা সদস্যগণ।

ক্যাপ্টেন মুনতাসির ফায়েজ বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী জনগনের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাস্ক বিতরণের আয়োজনসহ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। এছাড়া ও করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে, সকল মানুষকে ঘর থেকে বের না হয়ে, ঘরে থাকার আহ্বান জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে