নওগাঁয় গাঁজাসহ শীর্ষ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: মে ২৬, ২০২০; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
নওগাঁয় গাঁজাসহ শীর্ষ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় থেকে ৬৮ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ৩জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানিপুর গ্রামের লবির উদ্দিনের ছেলে শিপন (৪০), একই গ্রামের শাহ আলমের ছেলে আকাশ (২৬) এবং কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাশিনাথপুর গ্রামের কচিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবার নেতৃত্বে সোমবার (২৫ মে) রাত ১১টায় নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় অভিমান পরিচালনা করে ৬৮কেজি গাজা, মাদক বিক্রয়ের ২ হাজার ২০০ টাকা, ২টি মোবাইল, ২টি সীম কার্ড, ১টি ট্রাকসহ শীর্ষ ৩জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে