২২ জন করোনা আক্রান্তের বাড়িতে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: মে ২৫, ২০২০; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
২২ জন করোনা আক্রান্তের বাড়িতে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী অবস্থান করছে। তারা প্রত্যেকেই এখন পর্যন্ত শারীরিকভাবে ভাল আছেন। জেলা প্রশাসন ও সিভিল সার্জন সার্বক্ষণিক তদারকি ও চিকিৎসা সেবা প্রদান করছেন।

সোমবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শুভেচ্ছা উপহারের মধ্যে ছিলো, পোলাও এর চাল, চিনি, দুই প্রকারের সেমাই, গুড়া দুধ, সুজি ও বিস্কুটের সমন্বয়ে সুদৃশ্য ডালা।

সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা মহারাজপুর ইউনিয়ন, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া এবং পৌরসভায় বসবাসকারী পরিবারের হাতে এ উপহার তুলে দেয়া হয়।

এসব সামগ্রী বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়ের, অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলিসহ চেয়ারম্যানবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে