পোরশায় ১৫ হাজার আমের চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

প্রকাশিত: মে ২৫, ২০২০; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
পোরশায় ১৫ হাজার আমের চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় এক গরীব কৃষকের আম নার্সারীর ১৫ হাজার আমরুপালি আমের চারা কেটে ফেলেছে দর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে কে বা কাহারা আমের চারা গুলি কেটে ফেলে।

চারা গুলির মালিক উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ললাহপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে হাবিবুল্লাহ্ জানান, তাদের গ্রামের উত্তর পাশে আখিঁরাল নামক স্থানে তার নিজ মালিকানাধীন এক বিঘা জমির উপর ২ বছর পূর্বে ১৫ হাজার আমের চারা রোপন করেন। এবছর কিছু চারা টেপ করা হয়েছিল এবং প্রায় ১২ হাজার চারা বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আবার চারা গুলি বিক্রির জন্য এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা অগ্রিম নেয়া হয়েছিল। কিন্তু রোববার দিবাগত রাতে কে বা কাহারা চারা গুলি কেটে ফেলে। এতে তিনি অসহায় হয়ে পড়েছেন। তিনি অগ্রিম নেয়া টাকা গুলি কিভাবে ফেরৎ দিবেন এ নিয়েও দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি জানান, একই নার্সারীতে ৩ বছর বয়সের আরও প্রায় ২৫০টি আমরুপলি আম গাছ ছিল এবং গাছ গুলিতে আম ছিল। সে গুলোও দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে তার প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান। এব্যাপারে থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে