এনায়েতপুর দরবার শরীফ মসজিদে বৃহৎ জামাত

প্রকাশিত: মে ২৫, ২০২০; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
এনায়েতপুর দরবার শরীফ মসজিদে বৃহৎ জামাত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মহান সৃষ্টিকর্তার কাছে মহামারী করোনা মুক্তির প্রার্থনা করে সিরাজগঞ্জ জেলা জুড়ে সরকারী নিয়ম মেনে অধিকাংশ জামে মসজিদে ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সোমবার জেলা শহর সহ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার মসজিদ গুলোতে এই জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) পাক দরবার শরীফের বৃহৎ মসজিদে এবার জেলার বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সহস্রাদিক ধর্মপ্রাণ মুসুল্লী। নামাজ শেষে মোনাজাতে বিশ্বকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা এবং বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় দরবার শরীফের সাজ্জাদানসীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মোনাজাত পরিচালনা করেন।

এসময় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউনুসসহ খাজা এনায়েতপুরী (রঃ) আওলাদগণ উপস্থিত ছিলেন।

এদিকে বেলকুচির মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মসজিদে সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মুসুল্লীদের সাথে ঈদের জামাত আদায় করেন।

এছাড়া সিরাজগঞ্জ শহরের এস এস রোড়স্থ কেন্দ্রীয় জামে মসজিদে সিরাজগঞ্জ কামারখন্দ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ঈদের নামাজ আদায় করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে