নওগাঁয় আরও ৬ পুলিশসহ ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: মে ২৩, ২০২০; সময়: ১০:১১ অপরাহ্ণ |
নওগাঁয় আরও ৬ পুলিশসহ ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় ৬ পুলিশ সদস্যসহ আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা। শনিবার ঢাকায় তাদের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল ।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৮ জন, পত্নীতলার দুইজন, আত্রাইয়ের একজন ও পোরশার একজন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জন। সুস্থ্য হয়েছেন ৩৪ জন বলে জানান তিনি।

তিনি জানান, শনিবার রাতে জেলায় ২৪৪টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে নতুন করে ১২ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ এসেছে। শনাক্তদের সকলে সুস্থ্য আছেন এবং তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

এদিকে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মানান মিয়া জানান, করোনাভাইরাসে আক্রান্ত নতুন ছয় পুলিশ সদস্য নওগাঁ পুলিশ লাইনে হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত নতুন ছয়জন পুলিশ সদস্যের মধ্যে সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) একজন, এএসআই (সশস্ত্র) একজন, দুইজন কনেস্টেবল গাড়ি চালক এবং দুইজন কন্সটেবল আছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ছয় পুলিশ সদস্য সুস্থ্য আছেন এবং তাদের পুলিশ লাইনে হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে