নাটোরে আরো ৪৫ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: মে ১, ২০২০; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
নাটোরে আরো ৪৫ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে সদর হাসপাতালের ২০জন সহ নতুন আরো ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার সদর হাসপাতালের একজন ডাক্তর সংক্রমিত হওয়ার পর হাসপাতালে কর্মরত ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া সংক্রমিত ওই চিকিৎসকের কক্ষ লকডাউন করা হয়।

শুক্রবার সদর হাসপাতালের ২০ জন সহ গুরুদাসপুরের ১৯ জন এবং সদর উপজেলার ৬ জন সহ নতুন ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত একমাসে ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে দুই দফায় ৯ জনের রেজাল্ট পজেটিভ হয়। এছাড়া ২২০ জনের রেজাল্ট নেগেটিভ আসে। অবশিষ্ট ১৬৪ জনের রেজাল্ট পেন্ডিং রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান নতুন করে আরো ৪৫ জনের নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে