এনায়েতপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ভ্যানচালকদের জটলা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০; সময়: ১২:৩৭ পূর্বাহ্ণ |
এনায়েতপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ভ্যানচালকদের জটলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : করোনা সংক্রামন রোধে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা জুড়ে অনেকেই মানছেন না সরকারের নিষেধাজ্ঞা। মহামারী এ রোগের আতংক ছাপিয়ে নিজ বাড়িতে অবস্থান না নিয়ে অনেকেই স্বাভাবিক ভাবে রাস্তা-ঘাট ও হাট বাজারে অযথা অবস্থান করছে। এজন্য এলাকায় অনেকটাই ঝুঁকি বিরাজ করছে বলে সচেতন মহল মনে করছে। এদিকে থানার প্রাণ কেন্দ্র কেজির মোড়ে লোক সমাগম ও রিক্সা ভ্যান বেড়ে যাওয়ায় গাড়ি রাখা নিয়ে দুই চালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ২৫ মার্চ হতে সারা দেশের মত করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জুড়েও প্রশাসন তৎপর হয়। হাট-বাজার সহ অন্যান্য দোকান পাট বন্ধ করে দেয়। বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের হতে নিষেধাজ্ঞা জারি করে। প্রথম অবস্থায় কয়েক দিন তা মানলেও প্রায় ৩ লাখ মানুষের বসবাসকারী এই এলাকায় আবারো মানুষ ঘর হতে বাইরে বের হতে শুরু করে।

শনিবার সকালের দিকে তা অনেকটাই বেড়ে যায়। ব্যস্ততম কেজির মোড়ে অতীতের মতই শত-শত মানুষের ভীড় দেখা যায়। মানুষকে বহন করতে ৩০/৪০টি রিক্সা ভ্যানের জটলা বাধে। তখন ভ্যান রাখা নিয়ে ঘোরশাল এলাকার দুই চালকের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থাণীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রন করে। জন সমাগমের বিষয়টি জানতে পেরে এনায়েতপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদা সঙ্গীয় পুলিশ অফিসার নিয়ে এসে সবাইকে ছত্র-ভঙ্গ করে দেয়। মন্ডলপাড়া থেকে বেতিল পর্যন্ত ২ কিলোমিটার জুড়ে মানুষ ও বিভিন্ন যানবাহনের এই তৎপরতা রোধে তাৎক্ষনাত পদক্ষেপ গ্রহন করে।

এ ব্যাপারে ওসি তদন্ত রাকিবুল হুদা জানান, আমরা বার-বার চেষ্টা করছি। তার পরও সবাই সচেতন হচ্ছে না। নিজে থেকে যদি করোনায় কেউ সচেতন না হয় এভাবে পুলিশী ভয় দেখিয়ে কোন কাজ দেবে না। মনে রাখতে হবে করোনার সংক্রামন হতে বাঁচতে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে