ভালো আছেন অসুস্থ অবস্থায় উদ্ধার সেই বিদেশি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
ভালো আছেন অসুস্থ অবস্থায় উদ্ধার সেই বিদেশি

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটে অসুস্থ অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করা ফিনল্যান্ডের নাগরিক মার্কু (৪৫) ভালো আছেন। তার শরীরে করোনাভাইরাসও শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। গতকাল ২৮ মার্চ, শনিবার বিকেলে শহরের মীরবক্সটুলা এলাকায় জ্বরে অচেতন হয়ে পড়ে ছিলেন ওই বিদেশি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন সন্দেহে কেউ তাকে উদ্ধার করতে যায়নি।

পরে সংবাদ পেয়ে পুলিশের একটি দল মার্কুকে উদ্ধার করে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকায় আজ ২৯ মার্চ, রবিবার ওই হাসপাতালের কোয়ারেন্টিন থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থাও অনেকটা ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, ‘শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনাভাইরাসের কোনো উপসর্গ না পাওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফিনল্যান্ডের নাগরিক মার্কু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। শহরের হাওয়াপাড়া এলাকায় হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন ওই বিদেশি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে