নাটোরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারিদের কর্মবিরতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ১২:৫৯ পূর্বাহ্ণ |
নাটোরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারিদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : জন প্রশাসনে কর্মরত ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারিদের পদবি পরিবর্তন সহ বেতন সমন্বয়ের দাবিতে নাটোরেও টানা ৩ দিনের কর্ম বিরতি শুরু করেছে কর্মচারিরা। সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নিজ নিজ দপ্তর ত্যাগ করে কর্ম বিরতি শুরু করে উপজেলা ও জেলা প্রশাসনে কর্মরত কর্মচারিরা।

পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অবস্থান নেয়। কালেক্টরেট সহকারি সমিতির নাটোর জেলা সভাপতি রমজান আলী জানান, দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কর্ম বিরতি চলবে।

এদিকে কর্মচারীদের কর্মবিরতির কারনে অসহনীয় দুর্ভোগ সহ ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে