নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ১২:৫১ পূর্বাহ্ণ |
নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে নারদ নদের তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আবারও উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের নেতৃত্বে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শহরের তেবাড়িয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু করে।

দফায় দফায় নোটিশের মাধ্যমে চিহ্নিত করা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়োর নির্দেশ দেয়ার পরও দখলদাররা কর্নপাত করেনা। ফলে জেলা প্রশাসন স্কেভটর দিয়ে গুড়িয়ে দিয়েছে কাঁচা-পাকা ১২৬টি অবৈধ স্থাপনা। এর আগে গত মাসে শহরের কান্দিভিটা, কানাইখালী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরুর পরপরই দখলদাররা নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নেয়।

জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ বলেন, নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে