সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ নিহত ও আহত হয়েছে আরো ১৫ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। দূর্ঘটনায় নিহত আম্বিয়া খাতুনের বাড়ি সিরাজগঞ্জের তিন নান্দিনা গ্রামে ও নিহত মোকদ্দেস আলীর বাড়ি সিরাজগঞ্জের বোয়ালিয়ার চর এলাকায়। তবে বাসযাত্রী অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.জেড তাজুল হুদা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ সময় সিরাজগঞ্জ থেকে তাড়াশ অভিমুখী ঐশী-এশা বাসটি ভূইয়াগাঁতীর কালিকাপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত এবং আরো ১৫ জন যাত্রী আহত হয়। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার কারনে তখন এই মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই দূর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে যানজট স্বাভাবিক হয়।

এছাড়া সকাল ৯টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়ায় দ্রুতগামী বাসের চাপায় পথচারী মোকাদ্দেস আলী ঘটনাস্থলেই মারা যায়।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মঞ্জুল হক জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলেই নিহত ২ জন আহত ১০জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে