এবার শীতে চাঁপাইনবাবগঞ্জে দেখা নেই অতিথি পাখির

প্রকাশিত: ১৮-০১-২০২০, সময়: ১৯:২২ |
Share This

ডিএম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : শীতের আগমনের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে অতিথি পাখির আগমন ছিল প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম। তবে রহস্যজনক কারণে এবার চলতি মৌসুমে অতিথি পাখির আগমন নেই বরলেই চলে। এর কারণ অনুসন্ধান করে বেরিয়ে এসেছে জলবায়ু পরিবর্তন, পর্যাপ্ত খাদ্যের অভাব, শব্দ দূষণ ও পাখি শিকারীদের উৎপাত অতিথি পাখি না আসার অন্যতম কারণ। নিরাপদ আশ্রয় না থাকায় অতিথি পাখির আগমন দিনদিন হৃাস পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে শতিকালে যে ঋতু শুরু হয় তাতে ইউরোপসহ বিভিন্ন দেশ বরফে ঢাকা পড়ে। তাই অতিথি পাখিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যে জন্য এ অঞ্চলে বালুহাঁস, বিদেশী পানকড়ি, গাংচিল, টিয়া, বক, শালিকসহ নানান প্রজাতির হাঁস শীত মৌসুমে এসে থাকে।

বিশেষ করে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার হাওড়, বিল, খালে তাদেও আবাস স্থান হিসেবে বেছে নেয় পাখিরা। কিন্তু হটাৎ করে অতিথি পাখিদের অবাধ বিচরণ সংকুচিত হয়ে আসছে। পদ্মাসহ মহানন্দা, বড়বড় পুকুর ও গোমস্তাপুর অঞ্চলের বড়বড় বিলে অতিথি পাখি এসে থাকত। খাবার স্বল্পতার জন্য আগমনও কমে গেছে।

গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা গেছে, মাত্র এক দশক আগেও পুরো শীত মৌসুম জুড়েই বিভিন্ন খাল বিল মুখোরিত থাকত হাজারো পাখির কলকাকলিতে। কিন্তু এক শ্রেণির পাখি শিকারীর কারণে এ সব বিল থেকে পাখিরা উধাও হয়ে গেছে।

অতিথি পাখি না আসা সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বলেন, সঠিক পরিবেশ না থাকা ও খাদ্য না পাওয়ার জন্য অতিথি পাখিরা এসেও অন্যত্র চলে যাচ্ছে। অনেকেই দূষণযুক্ত পরিবেশকেও দায়ি করেছেন। এ বিষয়ের ব্যাপাওে বড় ধরণের গবেষণার মাধ্যমে এর সঠিক উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে