আত্রাইয়ে গাঁজাসহ আটক ১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯; সময়: ১:৪৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে এক কেজি গাঁজাসহ আলামিন (২১) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আলামিন উপজেলার কালিকাপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলামিন নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক আলামিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।